দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে নারী দিবস পালন
- আপডেট সময় : ০৬:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আজ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। দেশের বিভিন্ন জেলায় ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে বিভিন্ন সংগঠন।
বরিশাল সার্কিট হাউসের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজক মহিলা অধিদপ্তর। এসময় বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র পান যৌথ নাগরিক লুসি হল্ট। এছাড়া, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ মহীয়সী নারীকে সম্মাননা দেয়া হয়।
নারী দিবসে প্রথমবারের মত শুধু নারীদের নিয়ে সাইকেল রেলীর আয়োজন করে ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটি ও দুর্দান্ত বাইসাইকেল। উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
নাটোরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় বক্ততারা বলেন, বিগত দশকের তুলনায় অর্থনীতির মূলধারায় নারীর অবদান বেড়েছে।
বন্দরনগরী চট্টগ্রামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটিতে পালন করেছে নানা কর্মসূচি। সরকারী ও বেসরকারী অফিসে নারী দিবস পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। নগরীর বিভিন্ন সম্মেলন কক্ষে ছিলো আলোচনা সভা ও কর্মশালা।
রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বিভাগের কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
নারী নির্যাতন প্রতিরোধ আর নারীর অধিকার বাস্তবায়নের দাবিতে বগুড়া নারী দিবস পালিত হয়েছে। কর্মসূচিতে ছিলো মানববন্ধন, আলোচনা সভা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেত্রকোণায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্নারের উদ্বোধন করা হয়েছে। সকালের এ আয়োজনে ৬ জন শিক্ষার্থীকে উপবৃত্তি ও ৫ জন নারী উদ্যোক্তাকে ঋণ দেয়া হয়। গোপালগঞ্জে সম্মাননা পেয়েছেন তিনজন নারী।
ঝিনাইদহে দুস্থ নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ, নারী জাগরণের বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা দেয়া হয়। নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে মানিকগঞ্জে দিবসটি পালন হয়েছে।
নারী নেতৃত্বের বিকাশ ও সমতাপূর্ণ ভবিষ্যত গড়ার অঙ্গিকার নিয়ে গাইবান্ধায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে রেলী নিয়ে পুরো শহর ঘুরে আসে। এসময় নারী নির্যাতন বিরোধী ও অধিকার প্রতিষ্ঠার স্বপক্ষে সঙ্গীত পরিবেশন এবং লিফলেট বিতরণ করা হয়।
গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে নড়াইল, সাতক্ষীরা, কুমিল্লা, দিনাজপুর, চুয়াডাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শেরপুরে নারী দিবসে অবস্থান কর্মসূচি ও রেলী অনুষ্ঠিত হয়েছে।























