দেশের বিভিন্ন জেলায় জাতীয় পার্টির বিক্ষোভ

- আপডেট সময় : ০৯:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
জ্বালানি তেল ও নিত্যপণ্যের দামের উর্ধ্বগতি, অর্থ পাচার এবং লোডশেডিংয়ের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে জাতীয় পার্টি।
রংপুরে বিক্ষোভ মিছিল অংশ নেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতারা । অবিলম্বে দাবি না মানলে রংপুর থেকে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়া হয় সমাবেশে।
গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয় পার্টি। দলের আহ্বায়ক আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে নেতারা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে জ্বালানির সর্বোচ্চ দাম এখন বাংলাদেশে। দেশ এখন দেউলিয়া হওয়ার পথে। এমন বাস্তবতায় ঘরে বসে থাকার সময় নেই। প্রতিবাদে উত্তাল করতে হবে রাজপথ। জনবিরোধী এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তারা।