দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা

- আপডেট সময় : ০৬:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
নওগাঁয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত সিএনজি চালকের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। দুপুরে এ খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক হারুন অর রশীদ।
ময়মনসিংহে করোনায় কর্মহীন হয়ে পড়া ১ হাজার অটোশ্রমিক ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকায় সকালে ২ হাজার ৫শ’ ৪০ পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন পলাশবাড়ী পৌর মেয়র।
করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধে ঝালকাঠির সবক’টি উপজেলায় কর্মহীন হওয়া অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
ঝিনাইদহে ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুপুরে ৭শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান।
মেহেরপুরে সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ও ইজিবাইক চালকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।
পিরোজপুরের ভান্ডারিয়ায় কর্মহীন গাড়ী চালক ও চায়ের দোকানীদের ঘরে থাকার অনুরোধ জানিয়ে, ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে মুন্সিগঞ্জ স্বর্ণ শিল্পালয়।
গেলরাতে, করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধে ক্ষতিগ্রস্থ চা বিক্রেতাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন নড়াইল জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি।