দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
‘সবার রান্নাঘরে গরম ভাতের গন্ধ ছুটুক’- শ্লোগানে ময়মনসিংহে জেলা পুলিশের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
দিনাজপুরে হোটেল শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ৬২০ জন মানুষের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
নেত্রকোণায় কর্মহীন দুই শতাধিক দিনমজুরের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন।
করোনায় কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ১ হাজার দিনমজুরের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।