দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস
- আপডেট সময় : ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আলোচনা সভা, শোভাযাত্রা, মেডিকেল ক্যাম্প, সাইকেল রেলীসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
বরিশালে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে সার্কিট হাউজ চত্ত্বরে এক ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করেন শতাধিক মানুষ।
“যে মুখে ডাকি মা সে মুখে মাদক না” এই স্লোগানকে নিয়ে ময়মনসিংহে আয়োজন করা হয় সাইকেল রেলীর। রেলীতে ১০১ জন নারীসহ প্রায় ২৫০ জন বাইসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি খুলনা বিভাগের আয়োজনে নারী দিবস পালিত হয়েছে।
জামালপুরে আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার বাস্তবায়নে নিজেদের আত্মনির্ভরশীল করে দেশকে অর্থনৈতিক ভাবে সাবলম্বি করতে সকলের প্রতি আহ্বান জানান।
গাইবান্ধায় এসকে এস ফাউন্ডেশনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্র বের করা হয়। দুপুরে শহরের পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা।
দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে পাবনা জেলা পুলিশের আয়োজনে পালিত হয়েছে নারী দিবস।
“নারী পুরুষ সমতা, টেকসই আগামীর মূলকথা” এই শ্লোগান নিয়ে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। বক্তারা, সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে নারীদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সকালে দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও- পটুয়াখালী, পিরোজপুর, উল্লাপাড়া, জয়পুরহাট, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, ফেনী, মেহেরপুর, গাজীপুর ও নেত্রকোণাসহ দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।










