দেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাষ

- আপডেট সময় : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে, দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রাঙামাটি, চাঁদপুর, মাঈজদীকোর্ট ও সৈয়দপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ভারতের কেরালা ও কর্ণাটকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় টাউটি। ঝড়ের আঘাতে ৬ জনের মৃত্যু হয়েছে। গোয়া, কেরালা, তামিলনাড়ু ও গুজরাটে ভারি বৃষ্টিপাত হচ্ছে।