দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন,সংগঠন ও ব্যক্তি উদ্যোগে করোনা মোকাবিলায় ত্রাণ বিতরণ

- আপডেট সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ, রাজশাহী,ময়মনসিংহ বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে করোনা মোকাবিলার অংশ হিসেবে ত্রাণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া, ফেসবুক সংগঠন ফেরিওয়ালার পক্ষ থেকেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহীতে করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়া শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। দুপুরে পবা উপজেলার বিল নেপালপাড়া এলাকায় খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক হামিদুল হক।
ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। নগরীর সার্কিট হাউজের সামনে প্রতিজনকে পাঁচ কেজি করে চাল প্রদান করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ১২শ’দুঃস্থের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর কেডিসি রাজ্জাক কলোনীতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে চিকিৎসকদের নিরাপত্তায় শতাধিক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই প্রদান করা হয়েছে। সদর হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার পক্ষ থেকে সিভিল সার্জন ও ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের হাতে পিপিই তুলে দেয়া হয়।
………
কুড়িগ্রামে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকারি-বেসরকারিভাবে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। পৌর মেয়র আব্দুল জলিল তিন হাজার চার’শ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, সাবানসহ নানা নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেন।
সাটুরিয়া উপজেলা প্রশাসনকে ৫০ পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী–পিপিই বিতরণ করেছেন মানিকগঞ্জ চেম্বাস অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাহাত মালেক শুভ্র।
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয় ছাত্র উন্নয়ন সংঘ উপজেলার কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জামালপুরে যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে ও শেখ হাসিনা মেডিক্যাল কলেজের করোনা আইসোলেশন ওয়ার্ড এর বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে ছিটিয়েছে।
করোনা মোকাবেলায় নাটোরের বড়াইগ্রামে মাস্ক, সাবান এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। লক্ষীকোল বাজারে উপজেলা পরিষদের উদ্যোগে এসব সামগ্রী বিতরন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনার প্রভাবে বেকার হয়ে পড়া আড়াইশ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা কৃষক লীগের কার্যালয় থেকে হতদরিদ্র পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু।