দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যেকোন কাজ করবে :সেনাবাহিনী প্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৬৮০ বার পড়া হয়েছে
দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যেকোন কাজ করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
সকালে বেলা ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউজে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি । জেনারেল আজিজ আহমেদ আরো বলেন, সুপেয় পানি সংকটেও সহায়তা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। সংশ্নিষ্টরা চাইলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরবরাহ করা হবে। এছাড়া ঘর নির্মাণসহ খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা। এ সময় লকডাউনের বিষয়ে সেনা বাহিনী প্রধান বলেন, স্থানীয় প্রশাসনের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করছে। তারাই সিদ্ধান্ত নেবেন করোনা মোকাবিলায় কতটুকু কঠোরতা প্রয়োজন।




















