দেশের কোথাও ভূমিহীন আছে কিনা, খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- আপডেট সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশের কোথাও ভূমিহীন আছে কিনা, খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রংপুরে যুক্ত হয়ে এ নির্দেশ দিন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, একটা মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। সরকার প্রধান জানান, আওয়ামী লীগের সময়েই মঙ্গা থেকে মুক্তি পেয়েছে উত্তরাঞ্চল। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে।
প্রতিটি বিভাগীয় শহরে অত্যাধুনিক সদর দফতর কমপ্লেক্স তৈরির জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী প্রথমবারের মতো রংপুরে নির্মিত হয়েছে ১০ তলা অত্যাধুনিক বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স।
রোববার সকালে ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের একটা মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়েই মঙ্গা থেকে মুক্তি পেয়েছে উত্তরাঞ্চল। অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে।
সার্বিক উন্নয়নে আজকের বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।