দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও সঙ্কটাপন্ন : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও সঙ্কটাপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ দ্রুতগতিতে দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন রিজভী। তিনি বলেন, বাংলাদেশে এক দুর্বিষহ সংকট প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে। গম আমদানি করা যাচ্ছে না। চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সয়াবিন তেল উধাও হওয়ার পথে। কয়েকদিনের মধ্যে আটা কেনা অসম্ভব হবে সাধারণ মানুষের জন্য। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার নীলনকশা হিসেবে নতুন নতুন কালাকানুন তৈরি করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।























