দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে আ’লীগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
অতীতের মতো দেশবিরোধী সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন বক্তারা। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন এ সব কথা বলেন তারা।
নগরীর ওসমানী স্টেডিয়ামে এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ ২৫ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে চাঙা হয়ে উঠেছে তৃণমূলের নেতা-কর্মীরা। জেলার সর্বশেষ কাউন্সিল হয় ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। ওই কাউন্সিলে অধ্যাপিকা নাজমা রহমানকে সভাপতি ও শামীম ওসমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।