দেশবিরোধী কর্মকাণ্ড দমনে রাজশাহীর থানায় থানায় নিরাপত্তা জোরদার
- আপডেট সময় : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশবিরোধী কর্মকাণ্ড দমনে আইনশৃংখলা বাহিনীর মধ্যে চলছে বিশেষ ফায়ারিং প্রশিক্ষণ। থানায় থানায় বসানো হয়েছে মেশিনগান। পরিস্থিতি মোকাবেলায় পুলিশে গঠন করা হয়েছে ছোট ছোট টিম। পাশাপাশি আইনশৃংখলা রক্ষায় প্রস্তুতি শেষ করেছে এলিট ফোর্স রেব।
সকল জেলায় নতুন করে ঢেলে সাজানো হচ্ছে আইনশৃংখলা বাহিনীকে। গেল কয়েকদিন ধরেই চলছে নানা প্রস্তুতি। ভিন্ন ভিন্ন টিম গঠন করে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। গেল মাসে বিভিন্ন জেলায় সরকারি ভবনে হেফাজতের ধ্বংসলীলার পর দেশবিরোধী কর্মকাণ্ড রুখতে এবং আইনশৃংখলা রক্ষায় নতুন করে ভাবছে পুলিশ।
যে কোনো ধরনের নাশকতার অপচেষ্টা মোকাবেলায় রাজশাহী মহানগরীর ১২টি থানাতেই স্থাপন করা হয়েছে অস্থায়ী বাঙ্কার। বসানো হয়েছে লাইট মেশিনগানও।
এদিকে, পুলিশের পাশাপাশি আগামীতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণে, প্রশিক্ষণ ঝালাইয়ে মনোযোগ দিয়েছে রেব। রাজশাহীর পদ্মার দুর্গম চরে রেব-৫ এর সদস্যরা মঙ্গলবার অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশ নেন।
আইনশৃংখলাবাহিনী বলছে-কেবল হেফাজতই নয়, যে কোনো রাজনৈতিক দল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সমুচিত জবাব দিতে প্রস্তুত তারা।
























