দেশকে ভালোবেসে মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগের প্রত্যয়ে পুরো জাতির শপথ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিজয় দিবসে দেশবাসীকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে ভালোবেসে মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগের প্রত্যয়ে এই শপথ গ্রহণ করেন দেশবাসী।
বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী এই শপথ বাক্য পাঠ করান। জাতীয় পতাকা হাতে শপথ নেন সবাই। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। বিজয় দিবস উপলক্ষে আজ ও আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।