দু’হাজার পাসপোর্ট বই বিতরনের অপেক্ষায় পড়ে আছে গাইবান্ধা আঞ্চলিক অফিসে
- আপডেট সময় : ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
গত কয়েকমাস ধরে দু’হাজার পাসপোর্ট বই বিতরনের অপেক্ষায় পড়ে আছে গাইবান্ধা আঞ্চলিক অফিসে। ফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যাচ্ছে না গ্রাহকদের। অন্যদিকে পাসপোর্ট অফিসে ভীড় না থাকায় অলস সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে, খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করছে, কর্তৃপক্ষ।
২০১৩ সালে স্থাপন করা হয় গাইবান্ধা পাসপোর্ট অফিস। এখানে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক গ্রাহক সেবা নিয়ে থাকে। কিন্তু, করোনাকালে আগের মতো আর গ্রাহক আসছে না। দিন দিন গ্রাহকের পাসপোর্ট বই জমে যাচ্ছে। ফোন করেও অনেকের সাড়া মিলছে না। ফলে, অফিসে অলস সময় পার করছে কর্মকর্তা-কর্মচারিরা।
পাসপোর্ট অফিসের সামনেটা এখন ফাঁকা। চারদিক সুনসান নিরবতা। করোনার কারনে প্রয়োজনীয় দেশের ভিসা বন্ধ থাকায় পাসপোর্টের চাহিদা কমে গেছে বলে জানায়, গ্রাহকরা।
পাসপোর্ট নিতে গ্রাহকদের উৎসাহ দিচ্ছে বলে জানান, এই কর্মকর্তা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো গ্রাহকের উপস্থিতিতে অফিস কর্মমুখর হবে বলে আশা করে, সংশ্লিষ্টরা।


















