দুষ্কৃতিকারী কেউই আইনের বাইরে নয় হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

- আপডেট সময় : ০৪:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
অপরাধী যে বা যারাই হোক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা ওপালওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ ও নির্যাতনে বিচার হচ্ছে না এই কথাটা কিন্তু সঠিক নয়। ছাত্রলীগ, শ্রমিকলীগ, জনপ্রতিনিধি বা যেকোন প্রভাবশালী ব্যক্তির জন্যও আইন সমানভাবে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উটপস্থিত ছিলেন, মৌলভীবাজার -হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ আরো অনেকেই।