দুর্বৃত্তের হা’মলায় শ্রমিক নি’হতের প্রতিবাদে উত্তাল খাতুনগঞ্জ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
দুবৃত্ত্বদের ছুরিকাঘাতে শ্রমিক নিহতের প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছে চট্টগ্রামের খাতুনগঞ্জের শ্রমিক কর্মচারীরা। এতে স্থবিরতা নেমেছে দেশের নিত্য পণ্যের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে।
শ্রমিকরা জানান, গেল সোমবার সন্ধ্যায় চাঁদার দাবিতে মাকসুদ নামের এক শ্রমিকের ওপর দলবল নিয়ে হামলা চালায় রাসেল নামের চিহ্নিত এক
সন্ত্রাসী।পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। গতকাল রাতে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যস্ততায় সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাসে কাজে ফেরেন তারা। কিন্তু সকালে আহত মাকসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাথে সাথে কাজ বন্ধ রেখে ফের বিক্ষোভ শুরু করে খাতুনগঞ্জের শ্রমিকরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে নিত্যপণ্যের সবচেয়ে বড় এই বাজার।