দুর্বৃত্তের ছুরিকাঘাতে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৬৩১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
পুলিশ জানায়, নগরীর তিনকোণা পুকুরপাড় এলাকায় জনৈক আদিলের বাসায় ভাড়া থাকতো ওই শিক্ষার্থী। ভোরে তার কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তৌহিদুল নেত্রকোণার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের সাইফুল ইসলাম খানের ছেলে। সে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলো।























