দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত চুয়াডাঙ্গার কৃষক লীগ নেতা এবং ছাত্রলীগ নেতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন চুয়াডাঙ্গায় জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিন এবং ছাত্রলীগ নেতা রিগান। দু’জনের অবস্থাই সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অসুস্থ বাবা আজম আলীকে দেখতে যাওয়ার সময়ে হামলার শিকার হন রিগান। হামলাকালে তার সাথে থাকা মামা জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিন আলি ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাদের দু’জনকেই ঢাকায় পাঠানো হয়।