দুর্নীতি করতেই বিদ্যুৎ কিনতে ভারতের সাথে সরকার চুক্তি করেছে : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
দুর্নীতি করতেই বিদ্যুৎ কিনতে ভারতের আদানীর সাথে সরকার চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মরণ সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারত থেকে কি নিয়ে আসেন তা দেখে মন্তব্য করবেন ভবিষ্যতে।
স্মরণ সভায়, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার দলীয় নেতাকর্মীরা বিদেশে টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া বানিয়ে ফেলেছে।
ভোট চুরির জন্য সরকার ইভিএমের প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।