দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাসের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিতাসের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। সোমবার অভিযুক্তরা দুদকে এসে বক্তব্য এবং সম্পদের হিসাব জমা দেন।
দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানান, তিতাসের ৩০ কর্মকর্তাকে দুর্নীতি ও অবৈধ সম্পদের হিসাব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়। এর মধ্যে ৫ জন সোমবার দুদকে হাজির হয়ে দুদক কর্মকর্তার কাছে বক্তব্য প্রদান করেন। এরা হলেন তিতাসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, মো. আব্দুল মান্নান, পার্সেল শাখার ব্যবস্থাপক হাসিবুজ্জামান, করপোরেট বিভাগের মহাব্যবস্থাপক মাহামুদুর রব এবং করোশন কন্ট্রোল শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান। তাদের চারজন সম্পদের হিসাবও জমা দিয়েছেন বলে জানান, দুদক সচিব।