দুর্দিন কাটছেই না যশোরের নকশীকাঁথা এবং হস্তশিল্প ও সূঁচি শিল্পীদের

- আপডেট সময় : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
দুর্দিন কাটছেই না যশোরের নকশীকাঁথা এবং হস্তশিল্প ও সূঁচি শিল্পীদের। করোনার কারণে এবারও ঈদবাজারে বিক্রি হচ্ছে না তাদের তৈরি কাঁথা ও হস্তশিল্প। হতাশায় ভুগছে জেলার প্রায় ১৮ হাজার নারীকর্মী। অনেক উদ্যোক্তা পুঁজি হারিয়ে ব্যবসা গুটিয়ে নেয়ার কথা ভাবছেন।
যশোরের সদর, মনিরামপুর, কেশবপুর ও শার্শা উপজেলাসহ বিভিন্ন এলাকার প্রায় ১৮ হাজার নারী হস্তশিল্পের সাথে জড়িত। সংসারের কাজের পাশাপাশি সূচেঁর নিপূন ছোঁয়ায় সেলাই করে নকশিকাঁথা, কুশনকাভার, ওড়না, থ্রিপিসসহ হরেক করম পোশাক।
তাদের কাছ থেকে এসব পণ্য কিনে সারাদেশে সরবরাহ করে জেলার বেশ কয়েকজন উদ্যোক্তা। করোনার কারণে গেল বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত বেচাকেনা নেই বললেই চলে। বর্ণিল পণ্যগুলো বিক্রি না হওয়ায় বিবর্ণ হয়ে যাচ্ছে সূচঁশিল্পীদের জীবন।
আগের পণ্য বিক্রি করতে না পারায়, নতুন করে আর সংগ্রহ করছেনা বলে জানান, উদ্যোক্তারা।
করোনাকালে মন্দার কারণে ব্যবসা গুটিয়ে নেয়ার কথা ভাবছেন অনেক উদ্যোক্তা।
তবে, অনলাইনে ব্যবসা আগের মতোই আছে বলে জানান, সাইট পরিচালক।
যশোরের হস্তশিল্প ও নকশীকাঁথার ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ জরুরি বলে মনে করেন, সংশ্লিষ্টরা।