দুর্গাপূজা উপলক্ষে টানা ৭দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৯২০ বার পড়া হয়েছে
দুর্গাপূজা উপলক্ষে টানা ৭দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম।
তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার। হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৭ দিন ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও। ২৬ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিক হবে।





















