দুর্গতদের উদ্ধারে মাল্টিপারপাস এক্সেসিসেবল উদ্ধারকারী নৌকা তৈরি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দুর্যোগের সময় দুর্গতদের উদ্ধারে মাল্টিপারপাস এক্সেসিসেবল উদ্ধারকারী নৌকা তৈরি করা হয়েছে। জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।
দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ত্রিপল্লীর শেখ আবু নাসের বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এ প্রকল্পের আওতায় ৪২৩টি সাইক্লোন সেন্টার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এর আগে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী।