দু’মাসেরও বেশি সময় পর মাঠে গড়িয়েছে জার্মান লিগ- বুন্দেসলিগা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দু’মাসেরও বেশি সময় পর মাঠে গড়িয়েছে জার্মান লিগ- বুন্দেসলিগা। লম্বা বিরতি কাটিয়ে খেলায় ফিরেই গোল উৎসব বরুশিয়া ডর্টমুন্ডের। ঘরের মাঠে শালকেকে উড়িয়েছে ৪-০ গোলে। আরেক ম্যাচে হফেন-হেইমের মাঠে ৩-০ গোলে জিতেছে হের্থা বার্লিন।
আর লাইপজিগ-ফ্রেইবুর্ক ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। সিগনাল ইদুনা পার্কে একপেশে আধিপত্য ডর্টমুন্ডের। হ্যাজার্ডের পাস থেকে আর্লিং হলান্ডের গোলে ২৯ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির ঠিক আগে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন গেরেইরো। দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখায় ডর্টমুন্ড। ৪৮ মিনিটে দলকে ৩-০ গোলের লিড এনে দেন হ্যাজার্ড। আর ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে বড় জয় এনে দেন গেরেইরো। এ জয়ে টেবিল টপার বায়ার্ন মিউনিখের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনল ডর্টমুন্ড।