দু’দিন আগের যানজটের ঢাকা এখন অনেকটাই ফাঁকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
দু’দিন আগের যানজটের ঢাকা এখন অনেকটাই ফাঁকা। করোনার কারণে দু’বছর পর এবার ঈদ উৎযাপনে লাখো নগরবাসী নাড়ির টানে রাজধানী ছেড়েছেন। আর তাই সরব ঢাকা এখন অনেকটাই নীরব হয়ে গেছে। তবে মার্কেট, বাস টার্মিনাল, রেল স্টেশন ও সদরঘাটের সামনের সড়কে কিছুটা জট দেখা যায়।
মঙ্গলবার পবিত্র ঈদ-উল ফিতর।আর ঈদ উদযাপনে এক সপ্তাহ ধরে রাজধানী ছাড়ছে নগরবাসী। ধীরে ধীরে জানজটের ঢাকা শহর ফাঁকা হয়েছে।
ঈদ উদযাপনে এবার কোনো বিধিনিষেধ না থাকায়, যারা ঢাকায় রয়েছেন তারাও বলছেন আনন্দের কথা।
ফাঁকা সড়কে অতিরিক্ত গতিতে চলছে গাড়ি। এতেই বাইকারদের মনে ভয়।
সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ বলছে, গতি নিয়ন্ত্রণে সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
তবে রাজধানীর বিভিন্ন বিপনী বিতান, বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও সদরঘাটের সামনের সড়কে রয়েছে কিছুটা জটলা।

















