দু’দিনের সফরে বাংলাদেশে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দু’দিনের সফরে বাংলাদেশে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তার এ সফরে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বৈঠক করবেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন রয়েছে। ঢাকায় নবনির্মিত তুর্কি দূতাবাসের ভবন একইদিন যৌথভাবে তারা উদ্বোধন করবেন। তুরস্করের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে চট্টগ্রামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস….এলপিজিখাতে প্রাথমিকভাবে ১০ কোটি ডলার বিনিয়োগের কথা রয়েছে তুরস্কের একটি বিখ্যাত কোম্পানি।






















