দু’দিনের সফরে তুরস্ক পৌঁছেছেন ইসরাইলের প্রেসিডেন্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
দু’দিনের সফরে তুরস্ক পৌঁছেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরাইলের প্রেসিডেন্টের তুরস্ক সফরের খবরে অনেকেই বিস্মিত হয়েছেন। এর প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে। তুরস্কের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে ইসরাইলী প্রেসিডেন্ট বলেন, ইসরাইল ও তুরস্কের সম্পর্কে চড়াই-উৎরাই রয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কীভাবে এই সম্পর্ককে আবারও সচল করা যায় তারই চেষ্টা চলছে।










