দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কাউকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেননি

- আপডেট সময় : ০৩:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কাউকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেননি। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত তথ্য সত্য নয় বলে উল্লেখ করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি দাবী করেন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়ে ইকবাল মাহমুদ যে সিদ্ধান্ত নিয়েছেন, তা পুরো কমিশনের। আরেক প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান বলেন, ইন্টারপোলের মাধ্যমে অচিরেই পিকে হালদারকে গ্রেফতার করা সম্ভব হবে।
৫ বছর মেয়াদী দায়িত্ব পালন শেষে গেল ৯ মার্চ দুদকের চেয়ারম্যান পদ থেকে অবসরে যান সাবেক সিনিয়র সচিব ইকবাল মাহমুদ।
১৪ মার্চ গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদন। যার শিরোনাম দু’দকের অনুসন্ধান বাণিজ্য। প্রতিবেদনে দাবী করা হয়, বিদায়ের আগে শেষ ৫ মাসে তিনি ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেন।
প্রতিবেদনটি আমলে নিয়ে ইকবাল মাহমুদ অবসরে যাওয়ার আগের পাঁচ মাসে অনুসন্ধান থেকে কতজনকে ‘দায়মুক্তি’ দিয়েছেন, তা জানতে চায় হাইকোর্ট।
এমন বাস্তবতায় গণমাধ্যমের মুখোমুখি হন দুদকের আইনজীবী। শুরুতেই আসে ইকবাল মাহমুদের দেয়া দায়মুক্তির অভিযোগের প্রসঙ্গ।
আগামী ১১ এপ্রিল ইকবাল মাহমুদের নেয়া সব সিদ্ধান্ত আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
এসময় উঠে আসে আলোচিত অর্থ পাচারকারি পিকে হালদারের গ্রেফতারের প্রসঙ্গ।
ইন্টারপোলের সবগুলো শাখায় পিকের গ্রেফতারের রেড ওয়ারেন্ট নোটিস এরই মাঝে পৌছে গেছে বলেও জানান খুরশীদ আলম খান।