দুদককে নিজেদের ‘অসততা’ আগে দূর করতে রাষ্ট্রপতির নির্দেশ
- আপডেট সময় : ০৭:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। অন্যের দুর্নীতি চিহ্নিত করার আগে নিজেদের ‘অসসতা’ দূর করতে দুর্নীতি দমন কমিশন– দুদককে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদকের আয়োজনে এক আলোচনা সভায় দেয়া ভিডিও বার্তায় রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, কমিশনের সব পর্যায়ের কর্মীদেরকে দুর্নীতি দমন কার্যক্রমে সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা দেখাতে হবে। রাষ্ট্রপতি আরো বলেন, সামাজিকভাবে দুর্নীতিবিরোধী মনোভাব জাগ্রত না হলে কেবল দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে তা দমন করা সম্ভব নয়। মানুষের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি এবং দুর্নীতগ্রস্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তবেই, কেবল দুর্নীতিকে সহনশীল মাত্রায় কমিয়ে আনা সম্ভব। তবে সবার আগে দুদকের সততা প্রমাণ করাও জরুরি। আইনের শাসন প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে সর্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে সৎ, আন্তরিক ও নিষ্ঠাবানদের সামাজিকভাবে মূল্যায়ন করারও তাগিদ দেন রাষ্ট্রপতি।






















