দু’টি প্রকল্পে ১৬১ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে এডিবি
- আপডেট সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং স্থানীয় সরকারের অধীনে আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি শীর্ষক দু’টি প্রকল্পে ১৬১ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে এডিবি। বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি কনফারেন্স কক্ষে এ বিষয়ে দু’টি চুক্তি সই হয়।
এতে বাংলাদেশের পক্ষে অতিরিক্ত অর্থসচিব ফরিদা নাসরিন এবং এডিব’র পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনোমোহন প্রকাশ ঋণ চুক্তিপত্রে সই করেন। দুই শতাংশ সুদ হারে গ্রেস পিরিয়ডসহ পঁচিশ বছরে এই ঋণ শোধ করা যাবে। এই ঋণ দিয়ে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলা, নারী পুরুষের উপযুক্ত কর্মমূখী প্রশিক্ষণ এবং অগ্রাধিকার খাতসমূহে কর্মসংস্থান তৈরির কাজে দেড়শ মিলিয়ন ডলার খরচ হবে। আর স্থানীয় সরকারের অধীনে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন এবং আলাদা করে তিনটি পার্বত্য শহর ও দু’টি গুচ্ছ শহরে ভু-পৃষ্ঠস্থ পানি সরবরাহের সম্ভাব্যতা সমীক্ষা করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

















