দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে, ২৩৪ রানে অল-আউট বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৭১০ বার পড়া হয়েছে
দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৪ রানে অল-আউট বাংলাদেশ।
গ্রস আইলেটের ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাচ্ছন্দ্যের সাথে খেলতে থাকে দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।
তবে ১৩ তম ওভারে দুজনের ৪১ রানের জুটি ভাঙ্গেন এন্ডারসন ফিলিপ। ১০ রান করে সাজ ঘরে ফেরেন জয়। এরপর ৪৬ করে ফেরেন তামিমও ।তবে লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের ১৪ তম ফিফিটি।
৫৩ রানে লিটনের বিদায়ের পর সুবিধা করতে পারেনি কোন ব্যাটার। ২৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৬৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।