দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে ছিলো লঙ্কান ব্যাটসম্যানদের দাপট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৬২৭ বার পড়া হয়েছে
দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে ছিলো লঙ্কান ব্যাটসম্যানদের দাপট। করুণারত্নে ও থিরিমান্নের সেঞ্চুরিতে ১ উইকেটে ২৯১ রান সংগ্রহ স্বাগতিকের।
ক্যাচ মিসের মহড়ায় প্রথম সেশনে কোন উইকেট আদায় করতে পারেনি বাংলাদেশ। সেকেন্ড স্লিপে তাসকিনের বলে ২৮ রানে করুণারত্নের ক্যাচ ফেলে সুযোগ হারান নাজমুল হোসেন শান্ত। মুমিনুল-মিরাজরাও ব্যর্থতার পরিচয় দেন এদিন। যে সুযোগে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন করুণারত্নে। ১১৮ রানে অভিষিক্ত শরীফুলের বলে সাজঘরে ফেরেন লঙ্কান অধিনায়ক। সেই সাথে থিরিমান্নের সঙ্গে ভাঙে ২০৯ রানের জুটি। তবে, আটকানো যায়নি থিরিমান্নেকে। ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে অপরাজিত আছেন ১৩১ রানে। সঙ্গে ৪০ রানে অপরাজিত ওশাদা ফার্নান্দো। বাংলাদেশের হয়ে এ ম্যাচে অভিষেক হয়েছে শরীফুল ইসলামের। যুব বিশ্বকাপজয়ী দলের পেসার খেলছেন এবাদত হোসেনের পরিবর্তে।
























