দুই বছরের চুক্তিতে ব্রাহিম দিয়াজকে দলে ভিড়িয়েছে এসি মিলান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
রিয়াল মাদ্রিদের ২১ বছর বয়সী তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে ধারে দুই বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ইতালিয়ান ক্লাব এসি মিলান।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে স্প্যানিশ তারকা দিয়াজকে দলে ভেড়ানোর কথা জানায় সিরি-আর দলটি। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত এসি মিলানের হয়ে মাঠ মাতাবেন তুরস্ক মিডফিল্ডার। গত বছরের সেপ্টেম্বরে ধারে এক মৌসুমের জন্য এসি মিলানে যোগ দিয়েছিলেন দিয়াজ। ২০২০-২১ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৩৯ ম্যাচে করেন সাত গোল। ১০ নম্বর জার্সিতে আগামী দুই মৌসুমও তাকে দেখা যাবে স্তেফানো পিওলির দলে। ২০১৯ সালের জানুয়ারিতে ম্যানসিটি থেকে রিয়ালে যোগ দেয়া দিয়াজ লা লিগায় রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলে ২১ ম্যাচ খেলে দুই গোল করেন। জিনেদিন জিদানের দলের হয়ে লা লিগা জয়ের স্বাদও পেয়েছেন ব্রাহিম দিয়াজ।