দুই পক্ষের বিরোধ মিটাতে গিয়ে খুন হয়েছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দুই পক্ষের বিরোধ মিটাতে গিয়ে খুন হয়েছেন কুমিল্লার বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে আবাদ নামে এক ব্যক্তি এবং তার সহযোগীরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে জহিরকে। ঘটনার পর স্থানীয় রাজনৈতিকভাবে বিভক্ত সাংসদ-উপজেলা চেয়ারম্যানের পক্ষে তাকে নিজেদের দলীয় কর্মী বলে দাবি করা হয়। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বরুড়া উপজেলার শিলমুড়ি গ্রামের জীবনপুরে শিবলী ও আবাদ গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি হয়।এর মিমাংসা করতে আবাদ ও তার সঙ্গীরা জহিরুলের উপর অতর্কিত হামলা চালালে জহির নিহত হয়।