দুই এসপি’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিপ্রার ছবি দেয়ায় দুই এসপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ, আদেশ কাল।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ঘোষণা করা হয়। এসময় শ্রিপার ব্যক্তিগত এই বিষয়টি নিয়ে আইনজীবীর রিট করার এখতিয়ার রয়েছে কিনা এবং এবং তার বর্তমান অবস্থান জানাতে রিটকারি আইনজীবীকে নির্দেশেও দেয় আদালত। শুনানিতে আইনজীবী জানান, ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং পুলিশের দুই কর্মকর্তা শ্রিপার সেই অধিকার ক্ষুন্ন করেছে। এসময় আদালত বলেন, পুলিশ, বিচারক কেউই আইনের উর্ধ্বে নয়, কারণ আইনের চোখে সবাই সমান। আইনজীবীরা আরো জানান শিপ্রা ছিলেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী।
















