দীর্ঘ ২০ মাস বন্ধ যশোর নওয়াপাড়ার বেঙ্গল টেক্সটাইল মিলস

- আপডেট সময় : ১২:১০:১২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
দীর্ঘ ২০ মাস বন্ধ যশোরের নওয়াপাড়া শিল্প শহরের বেঙ্গল টেক্সটাইল মিলস। রাষ্ট্রায়ত্ত্ব এ মিলটি বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী। নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতি। এক সময় কোলাহলপূর্ণ কর্মচাঞ্চল্য মিল এখন বন-বাদাড় আর ঘাস-আবর্জনায় পরিপূর্ণ। ভেঙ্গে পড়ছে ভবনের জানালা-দরজা। অবিলম্বে মিলটি চালুর দাবি মিল সংশ্লিষ্টদের।
১৯৬২ সালে ব্যক্তি উদ্যোগে যশোর-খুলনা মহাসড়কের পাশে নওয়াপাড়ায় গড়ে ওঠে বেঙ্গল টেক্সটাইল মিলস। ১৬.৩২ একর জমির ওপর একই সীমানা প্রাচীরের মধ্যে মিলের অভ্যন্তরে দুটি মিল রয়েছে।১৯৬৬ সালে মিলস-১ ও ১৯৮৯ সালে মিলস-২ এর উৎপাদন শুরু হয়। পরে ১৯৭২ সালে মিলটি রাষ্ট্রায়ত্ত করা হয়। কিন্তু লোকশানে পড়ায় ২০১৭ সালের ডিসেম্বরে পাবলিক প্রাইভেট পার্টনারশীপে মিলটি চালুর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে চালু অবস্থায় ২০২৩ সালের নভেম্বরে বন্ধ হয়ে যায় মিলটি ।
বর্তমানে মিলের জরাজীর্ণ ভবনগুলোর জানালা-দরজা ভেঙে পড়ছে, অযত্নে-অবহেলায় পড়ে থাকা কোটি কোটি টাকার যন্ত্রপাতি মরিচা ধরে নষ্ট হচ্ছে। আগাছা-আবর্জনায় তৈরি হয়েছে ভূতুড়ে পরিবেশ।
এরই মধ্যে মিলের দামি যন্ত্রাংশ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মিলের ঘর ভাড়া ও অভ্যন্তরে বিভিন্নভাবে অর্থ উপার্জনের অভিযোগ দায়িত্বরত মিল ইনচার্জের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে কিছু না বললেও মিল ইনচার্জ জানান, পুনরায় চালু করার উদ্দেশ্যে গত ২৯ এপ্রিল
বিটিএমসির চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি ও জুট কর্পোরেশনের কর্মকর্তারা মিল পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে মিলস্-১ ও ২ এর মেশিনসহ যন্ত্রপাতির মেয়াদকাল শেষ হওয়ায় তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তাই সময়োপযোগী আধুনিক মানের মেশিনারিজ দিয়ে মিলটি চালুর দাবি তাদের।