দীর্ঘ ১৭ বছর পর হতে যাচ্ছে কালিয়াকৈর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

- আপডেট সময় : ০৬:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।এনিয়ে নতুন কমিটিতে পদ প্রত্যাশি এবং নেতা কর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। এরই মধ্যে গঠিত হয়েছে উপজেলার ৯টি ইউনিয়নের ২৬৯টি গ্রাম এবং একটি পৌরসভার ২৯টি ওয়ার্ডের সাংগঠনিক কমিটি এবং সম্মেলন সফল করতে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে অবস্থিত বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা।
এতো কিছুর আয়োজন দীর্ঘ ১৭ বছর পর। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওলামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে তৃণমুল নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
সম্মেলন সফল করতে এবং কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সকল প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।
করোনার মধ্যে সম্মেলনে স্বাস্থ্যবিধির প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। নেতারা বলছেন, যোগ্য নেতৃত্ব নির্বাচনে তৃণমুল আওয়ামী লীগকে গুরুত্ব দেয়া হয়েছে।
রাজনৈতিক দূরদর্শীতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে অথবা প্রত্যক্ষ ভোটে যিনিই দায়িত্ব পাবেন তাদের নিয়েই কাজ করবে জেলা কমিটি।
এই সম্মেলনের মাধ্যমে তৃণমূল আওয়ামীলীগ সু-সংগঠিত হবে এবং নতুন নেতৃত্ব সুযোগ্য হবে এমনটাই আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।