দীর্ঘদিন বন্ধ গাজীপুরের কালিয়াকৈরের মাঝুখান-উত্তর নস্করচালা সড়ক নির্মাণ কাজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের অবহেলায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গাজীপুরের কালিয়াকৈরের মাঝুখান-উত্তর নস্করচালা সড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ কাজ আটকে থাকায় দুর্ভোগ পড়েছে বাসিন্দারা। বর্ষার আগেই রাস্তাটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কালিয়াকৈর উপজেলার মাঝুখান থেকে উত্তর নস্করচালা সড়কটির উচু করার উদ্যোগ নিয়ে মাটি ফেলা হয়। এর পর, ৩ থেকে ৪ বছর অতিবাহিত হলেও বন্ধ রাস্তাটির সংস্কার কাজ। ডলি কন্সট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও পুনরায় নতুন দরপত্র আহ্বান করা হয়। কিন্তু, এখন পযন্ত শেষ হয়নি ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া।
অসহনীয় ভোগান্তি পোহাচ্ছে ২০ থেকে ২৫টি গ্রামের সাধারন মানুষেরা। প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সড়কটির ভাঙ্গা অংশের সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি চলাচলকারী শিক্ষার্থী ও এলাকাবাসর।










