দিপক আগারওয়াল দুই বছরের জন্য নিষিদ্ধ
- আপডেট সময় : ০৮:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দুর্নীতি বিরোধী তদন্তে আইসিসিকে বাধা দেয়ায় টি-টেন এর দল সিন্ধি ফ্র্যাঞ্চাইজির কর্ণধার দিপক আগারওয়ালকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
তবে, তদন্তে কিছুটা সহযোগিতা করায় এই দুই বছরের মধ্যে ছয় মাসের শাস্তি মওকুফ পেয়েছন আগারওয়াল। ২০১৮ সালে এক জুয়ারি ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন দিপক আগারওয়ালকে। এক পর্যায়ে তাঁর নামসহ এসএমএস ডিলিট করে দিতে বলেন এই ভারতীয় ব্যবসায়ী। প্রমান নষ্ট করে দেয়ায়, এই শাস্তি দেয়া হয়েছে সিন্ধিস ফ্র্যাঞ্চাইজির কর্নধারকে। আইসিসির তদন্তে সহায়ক হতে পারে এমন কোনো দলিল নষ্ট করা কিংবা বিকৃত করে তদন্ত কাজে বাধার সৃষ্টি করা বা তদন্তে দেরি করানো হয়েছে এমন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় আগারওয়ালের বিরুদ্ধে। যার কারণে এ শাস্তি দেয়া হয়েছে আগারওয়ালকে। অবশ্য আইসিসির অভিযোগ ও শাস্তি, দুটিই মেনে নিয়েছেন আগারওয়াল।




















