দিনাজপুরে ৫০ কেজির বস্তায় চালের দাম বেড়েছে ৪’শ টাকা : বিপাকে ক্রেতারা

- আপডেট সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
দিনাজপুরে ৫০ কেজির প্রতি বস্তা চালের দাম বেড়েছে ৩’শ থেকে ৪’শ টাকা পর্যন্ত। জ্বালানি সংকটে পরিবহন খরচ ও ধানের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে দেখাচ্ছেন মিল মালিকরা। খুচরা বিক্রেতারা বলছে, ঠুনকো অজুহাতে ধানের দাম বাড়াচ্ছে মিল মালিকরা। প্রশাসন বলছে, চালের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটর জোরদার করা হচ্ছে।
দিনাজপুর জেলার ১৩ উপজেলার বাজারে হুহু করে বাড়ছে চালের দাম। মাত্র তিন দিনে কেজি প্রতি দাম বেড়েছে ৫ থেকে ১২ টাকা পর্যন্ত। ফলে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
খুচরা বিক্রেতারা বলছে, মিল মালিকরা ঠুনকো অজুহাতেই ধানের দাম বাড়াচ্ছে। অথচ তাদের গোডাউনে ব্যাপক পরিমাণ ধান মজুদ রয়েছে। ধানের এই অবৈধ মজুদদারির ঠেকাতে সরকারের কোন মনিটর না থাকায় লাগামহীন চালের দাম।
মিল মালিকরা বলছেন, এ সময় চালের দাম বৃদ্ধির বিষয়টি তাদের বোধগম্য নয়। কারা ধান মজুদ করেছে এবং বাজারে নিয়ে আসছে তা সরকারের খতিয়ে দেখা উচিত। একইসংগে ডলারের মূল্যও নিয়ন্ত্রণে আনা উচিত।
আর প্রশাসন বলছে, চালসহ সব রকম খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটর করা হচ্ছে।
বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিরসন ও ডলারের মূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত চালের দাম চড়া থাকবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।