দিনাজপুরের বোচাগঞ্জে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগ মনোনীত প্রার্থীরা

- আপডেট সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আগামী ১১ই নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
সকালে বোচাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে তারা এই মনোনয়নপত্র দাখিল করেন। এসময় বিভিন্ন ইউনিয়নের প্রার্থীর পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
জামালপুর সদরে ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছে জামালপুর সদরের ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা।
মাদারীপুরের কালকিনিতে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টি ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এ নির্বাচনে ১ লাখ ৬৯ হাজার ৬শ’ ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা।