দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৬৪০ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন ভ্যানচালকও।
গেলরাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যাটারিচালিত একটি ভ্যান বীরগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। মহাসড়কে হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ওই ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী বাচ্চু মিয়ার মৃত্যু হয়। আহত আব্দুল বাসেত ও আলতাফুরকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক আব্দুল বাসেতকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন সেখানেই চিকিৎসাধীন আছেন।


























