দিনাজপুরের কলেজগুলোতে অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস শুরু

- আপডেট সময় : ০৮:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের কলেজগুলোতে অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। কিন্তু, অনভিজ্ঞতা, ইন্টারনেট ও ডিভাইস এবং বিদ্যুৎ সঙ্কটে বেকায়দায় পড়েছে প্রান্তিক শিক্ষার্থীরা। সমস্যা আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে, সংশ্লিষ্টরা।
রোববার থেকে দিনাজপুর সরকারি কলেজ অনলাইনে ক্লাস শুরু হয়েছে। তবে, জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট, বিদ্যুৎ, কম্পিউটার ইত্যাদি সরঞ্জামাদির অভাব থাকায় পুরোপুরিভাবে ক্লাস শুরু করতে দেরি হচ্ছে। তবে, গ্রামাঞ্চলের কলেজগুলোতে অনলাইনে ক্লাস নেয়া সম্ভব হচ্ছেনা বলে জানা গেছে।
ছাত্র-ছাত্রীরা বলছে, ফোরজি ইন্টারনেট কানেক্টিভিটি, স্মার্টফোনের সংকট ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে সবাই সুফল পাবেনা। তবে, কেউ কেউ উপকৃত হবে।
শহরের তুলনায় গ্রামের শিক্ষার্থীরা আরো পিছিয়ে পড়তে পারে বলে আশংকা করছেন শিক্ষকরা।
নতুন ব্যবস্থাপনায় শুরুতে বিভিন্ন ধরনের সমস্যা হলেও, পরে ঠিক হয়ে যাবে বলে আশা করছে, সংশ্লিষ্টরা।