দারিদ্র্য যে নিয়ম মানে না- তার নজির এখন রাজধানী জুড়েই

- আপডেট সময় : ০৮:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দারিদ্র্য পরিস্থিতির কারণে দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউন শুরু থেকেই চলছে শিথিলভাবে। সাপ্তাহিক ছুটির দিনেও তাই রাস্তায় যথেষ্ট যানবাহনের চাপ। বিধিনিষেধের বেড়াজালে বন্দী দরিদ্র মানুষও পেটের দায়ে ঝুঁকি নিয়েই নামছে রাস্তায়, যাচ্ছে নানা কর্মস্থলে। দারিদ্র্য যে নিয়ম মানে না– তার নজির এখন রাজধানী জুড়েই।
করোনা সংক্রমণ রোধে দেশে চলছে দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউন। লকডাউনের দশম দিন শুক্রবার সকাল ঢিলেঢালাভাব।
সাপ্তাহিক ছুটির দিন থাকায় রাস্তায় যান চলাচল তুলনামূলক কম । আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কঠোর হতে দেখা যায়নি।
বিধিনিষেধের বেড়াজালে বন্দি থাকার কথা থাকলেও পেটের দায়ে রাস্তায় এসব খেটে খাওয়া মানুষেরা।
গণপরিবহন বন্ধ থাকায় নিতান্ত প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরও দুর্ভোগের শেষ নেই।
গত বছরের মত এবছর লকডাউনে সহয়তা না পাওয়ায় –এই পরিস্থিতি থেকে মুক্তি চান অনেকেই ।