দলবদল করলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার অলিভিয়ের জিরুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রায় সাড়ে তিন বছর চেলসিতে কাটানোর পর দলবদল করলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার অলিভিয়ের জিরুদ। আনুষ্ঠানিকভাবে চেলসি ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন তিনি।
মিলানে মেডিকেল সম্পন্ন করার পর শনিবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হোন এ ফরাসী স্ট্রাইকার। তবে নতুন ক্লাবের সাথে চুক্তি করলেও আর্থিক বিষয়টি অফিসিয়ালি প্রকাশ করেনি কোন ক্লাবই। নতুন ক্লাবে লক্ষ্যর পাশাপাশি পুরনো ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য। স্ট্যামফোর্ড ব্রিজে সাড়ে তিন বছরে ১১৯ ম্যাচে ৩৯ গোল করেছেন জিরুড। ব্লুদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ শিরোপা জিতেছেন ৩৪ বছর বয়সী এ স্ট্রাইকার। এর আগে, ২০১৮ সালে আর্সেনাল ছেড়ে চেলসিতে যোগ দেন জিরুদ। সেখানে সাড়ে তিন বছর কাটানোর পর এসি মিলানে যোগ দেন তিনি।