দরজায় কড়া নাড়ছে উৎসব শারদীয় দুর্গোৎসব

- আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১৮ বার পড়া হয়েছে
দরজায় কড়া নাড়ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ব্রাহ্মণবাড়িয়ায় ও দিনাজপুরে দিন-রাত এক করে চলছে প্রতিমা তৈরীর কাজ। শেষ মূহূর্তে রং তুলির আঁচড়ে ফুঁটে উঠছে শক্তির দেবী দুর্গার স্বরুপ।এদিকে, সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজনের জন্য কিনছেন পছন্দের জিনিসপত্র। দামও রয়েছে সাধ্যের মধ্যে।
২৮ সেপ্টেম্বর মহা ষষ্ঠীর দিনে দেবী বোধন ও ষষ্ঠীকল্পারম্ভের মধ্যদিয়ে শুরু হবে বৃহৎ এই উৎসব। ঢাক-কাসা আর উলুধ্বণিতে মূখরিত হয়ে উঠবে প্রতিটি মন্ডপ। এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫শ ৭৮ টি মন্ডপে দশভূজা ধারিণী দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হবে। বৃহৎ উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন মন্ডপে মন্ডপে ও বাসা-বাড়িতে দেবী দুর্গাসহ গণেশ, কার্তিক, লক্ষী ও স্বরস্বতী দেবীর প্রতিমা তৈরীতে ব্যস্ত শতাধিক প্রতিমা শিল্পী।
উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে জানিয়ে সকলের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়ার কথা জানালেন এই আয়োজক।
পূজার সার্বিক নিরাপত্তায় ৩ ধাপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে, দিনাজপুরের ১৩টি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা ৩৩ শতাংশ। সার্বজনীন দুর্গোৎসব ঘিরে বিকিকিনিতে ব্যস্ত সময় পার করছেন তারা
শাস্ত্র মতে এ বছর দেবী দুর্গার আগমন হবে গজে করে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা হবে আর গমন করবেন দোলায় চড়ে।