দরকষাকষি না করে নির্বাচনে আসতে বিএনপিকে ওবায়দুল কাদেরের আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
দরকষাকষি না করে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ব্যাপারে সরকার সংবিধান থেকে নড়বে না বলেও জানান তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকের শুরুতে দেয়া বক্তব্য এ আহবান জানান তিনি। সরকারের পদত্যাগ নয়, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ইভিএম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ৩’শ আসনেই ইভিএমে নির্বাচন করতে চায়। তবে, নির্বাচন কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা করবে বলে জানান তিনি। এসময় কুমিল্লায় এলডিপি মহাসচিবের উপর হামলার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়েও বরাবরের মতো সরকারের অন্ধ সমালোচনা করছেন বিএনপি নেতারা।