দক্ষিণ কোরিয়া থেকে করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সহায়ক সামগ্রী এনেছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়া থেকে করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সহায়ক সামগ্রী এনেছে বাংলাদেশ বিমান বাহিনীর ‘সি-১৩০ জে’ পরিবহন বিমান।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি ‘সি-১৩০জে’ পরিবহন বিমানের মাধ্যমে সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার কিছু বেসরকারী প্রতিষ্ঠানের দেয়া বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী গতরাতে ঢাকায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সনাক্তকরণের প্রয়োজনীয় কীট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষার পিপিইসহ অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী। এসব স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি আনতে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমানের নেতৃত্বে ১৫ জন এয়ার ক্রুর একটি দল ১৭ জুন সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে দক্ষিণ কোরিয়া যায়। বেসামরিক প্রশাসনকে করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসায় সহায়তা দিতে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী।