দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পেলো আয়ারল্যান্ড

- আপডেট সময় : ০১:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পেলো আয়ারল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওডিআইতে প্রোটিয়াদের ৪৩ রানে হারিয়েছে আইরিশরা। নিজেদের ক্রিকেট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইরিশদের এটাই প্রথম জয়।
আয়ারল্যান্ডের দেয়া ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪৭ রানের থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
শুরুটা ভালে হলেও পরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে প্রোটিয়াদের। ওপেনার ইয়ানেমান মালান আর মিডল অর্ডার ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন ছাড়া বলার মতো রান পাননি কেউই। সর্বোচ্চ ৮৪ রান করেছেন মালান। ৪৯ রান আসে ডুসেনের ব্যাট থেকে। এর আগে ডাবলিনে টসে হেরে আগে ব্যাট করতে অ্যান্ডি বলবার্নিতে সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৯০ রানের পূঁজি পায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ১০২ রান করেছেন অধিনায়ক বলবার্নি। এছাড়া হ্যারি টেক্টর ৭৯ আর ডকরেল করেন ৪৫ রান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুক্রবার মুখোমুখি হবে দু’দল। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।