থামছে না মানিকগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

- আপডেট সময় : ০৩:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
এক মাসের ব্যবধানে ৬ থেকে ৭টি ড্রেজার পুড়িয়ে দেয়ার পরও থামছে না মানিকগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। এতে শত শত হেক্টর ফসলি জমি, বাড়ী ঘর, বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ধলেশ্বরী নদীর সাটুরিয়ার বরাইদ ও তিল্লী ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৫-২০টি অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে এলাকার প্রভাবশালী মহল।
মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ও তিল্লী ইউনিয়নের বিভিন্ন অংশে চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব। সরকারী ইজারা দোয়ার স্থান বাদ দিয়ে নদীর যত্রতত্র বছরের পর বছর এলাকার প্রভাবশালি মহল এ বালু উত্তোলন করছে। ফলে শুস্ক মৌসুমে ধলেশ্বরী নদীর পাড়ঘেষা রাস্তাঘাট, ফসলি জমি, বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। উপজেলা প্রশাসন গেল এক মাসের মধ্যে একাধিক অভিযান চালিয়ে ৬-৭টি ড্রেজার পুড়িয়ে ফেললেও তা থামানো যাচ্ছে না।
অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মালিকদের আইনের আওতায় নিয়ে আসা হবে জানালেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের পাশাপাশি মোটা অংকের অর্থদন্ডের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করার দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।